তামাম দুনিয়ার মালিক তুমি
তুমি যে আল্লাহ মেহেরবান,
তুমি মোদের সৃষ্টি কর্তা
তুমি যে চির অম্লান।

সৃষ্টি যত আছে তোমার
জীন কুল আর ফেরেস্তারা,
বিবেক বুদ্ধি জ্ঞান গরিমায়
মানুষ আমরা সবার সেরা।

তবু মোরা বুঝি না কিছু
করি যে শুধু নাফরমানী,
মাফ করে দাও আল্লাহ তুমি
না হলে মোরা জাহান্নামি।

দোষী পাপী বান্দা মোরা
পাপের যে সীমা নাই,
তুমি দয়ালু পরম ক্ষমাশীল
তোমার কাছেই ক্ষমা চাই।

পণ করেছি আজকে থেকে
গাইব মোরা তোমার গুনগান,
হাশর মিজান পার করিও
জান্নাত মোদের করিও দান।