আমার মনে আর মগজে
ঘুরছে যে দিনরাত্রি
সে আমার প্রেমিকা।

আমার প্রতিটি কথায় যার কথা
ভালো কিংবা খারাপ লাগায়
সে আমার প্রেমিকা।

আমার আশপাশে জুড়ে
যে বিরাজমান সময়ে অসময়ে
সে আমার প্রেমিকা।

দূরে অথবা কাছ থেকে
যার গন্ধে আমি বিমোহিত
সে আমার প্রেমিকা।

যার গুরুত্ব আমার কাছে
আকাশসম বলে জানি
সে আমার প্রেমিকা।

তুমি বলতে আমি বুঝি যারে
এই আমি আমার বলে যাকে
সে আমার প্রেমিকা।

আমার সবকিছু জুড়ে
যার জন্য চিন্তিত মন
সে আমার প্রেমিকা।

আমি যার প্রেমিক
হতে পারিনি কখনো
সে আমার প্রেমিকা।