অজপাড়াগাঁ থেকে শহরে এলাম
গভীর বন্ধুত্ব হলো এর-ওর সাথে
বেশ খুঁনসুটিতে,
আড্ডায় কাটছিলো সময়।
মনে হতো, এই তো আনন্দ
এই তো জীবন।
সময় চলছে, চলে যাচ্ছে বন্ধুগণ
সকল আয়োজন ছিন্ন করে
চলে যায়, যে যার মতন!

আমি ভালোবেসে দেখেছি
প্রেমিকা হয়েছে বুকের বাপাশ।
একরাত্রি কিংবা একদিন অথবা খানিকক্ষণ
কথা না হলে বুকের বাপাশ
কিংবা পুরো শরীর জুড়ে বইতো
যন্ত্রণার আকাশ।
চলছিলো তো বেশ
হুট করে এলো এক অভিজ্ঞ চিল
প্রেয়সীকে নিয়ে সে উড়াল দিলো
আমার এমনই করেই দিন গেলো!

আমি ছিলাম সবার জন্যেই
সবার সময়ের
সবার কাছের
সবার প্রয়োজনের
আমার বেলায় কেবল
আমিই আমার একলা একা।

তাই তো এখন বলি—
রাত—বিরেতে দরকার হলে বলো,
কেমন?
মূলত,
প্রয়োজনের প্রিয়জন— ইমরান ইমন!