শোনো,
তোমার গায়ের গন্ধটুকু
আমায় একটু শুকতে দিও
খামখেয়ালি মনে হঠাৎ
তোমার পানে ডেকে নিও।
হাত নাড়িয়ে আঙুল গুলো
আলতো করে দিও ছুঁইয়ে
তোমার দীঘল চুলের ভাঁজে
হাসতে দেখি হাস্না-জুঁইয়ে।
এ— জন্মে যা হয়নি বলা
তুমি পর—জন্মে বইলো
আমায় তুমি চাও বা না চাও
তোমায় কিন্তু চাওয়া রইলো।
নদীর স্রোতে বাদাম তুলে
আমার কিন্তু তুমি হইও
ঝড়তুফানে বন্দী জীবন
তবু তুমি আমার রইও।
তোমার ঘুমে নীরব রাতে
নাকচাবি আর কানের দুলে
গল্পে মাতে তোমায় ছুঁয়ে
প্রেম পেয়েছে অবুঝ ঝুলে।
তোমার গায়ের গন্ধটুকু
নাকের ডগায় আসতে দিও
লালচে কিংবা কালো টিপে
তুমি আমার ভীষণ প্রিয়ো।
হেসে হেসে কাছে এসে
বইলো তুমি— ভালোবাসি
জলে স্থলে যেথায় থাকি
তোমার প্রেমে নিব ফাঁসি।