~ এমন গোমড়া মুখে বসে কেনো? মন খারাপ?
— হুঁ।
~ জানতে পারি, কেনো?
— খোঁপায় গাঁথবো বলে, ফুল পাইনি সকালে!
~ খোঁপায় ফুল গাঁথতে হবে কে বললো? তুমি নিজেই তো একটা ফুল!