~ ক্রিংক্রিং
~ হ্যালো
~ কেমন আছ?
~ আগের মতই! কেনো কল করেছো?
~ বিয়ে করেছো?
~ অকর্মণ্য ‘বেকার’ বিয়ে করবে কে?
~ অমন করে বলছো কেনো?
~ সত্য বলতে লজ্জা নেই বিধায়!
~ বাদ দাও। কি করছো আজকাল?
~ চাকুরিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। রাষ্ট্রের কাজে জড়িত বিশ্বাসঘাতকগুলিও একদিন পরম বিশ্বাসী ছিলো।
~ হ্যাঁ।
~ আমি আজকাল এগুলিই দেখছি।
~ কি?
~ প্রশ্নফাঁস। দুর্নীতিবাজ। বিশ্বাসঘাতক!
~ আমার কথা শুনলে দেখতে হতো না প্রিয়।
~ প্রিয়, হাহাহা হাসালে। আমি তোমার কবেকার প্রিয়? কখনোই না।
~ কল রাখছি।
~ রাখো।
~ কল রাখার পর তুমি কি করবে?
~ প্রশ্নপত্র কীভাবে ফাঁস হচ্ছে সেটি দেখব। ছাগল কাণ্ডে দুর্নীতিবাজ কীভাবে ধরা পড়ছে সেটি দেখব। ড্রাইভার কীভাবে কোটিপতি হয় সেটি দেখব। যুগে যুগে ‘লালসালু’র মজিদ কীভাবে ফিরে আসে সেটি বুঝব! আর সাদামাটা জীবন হতে তোমার অহংকারের আভিজাত্যপূর্ণ জীবন কীভাবে এলো সেটির খোঁজ নিব! তারপর, তারপর...
~ তারপর কি?
~ তারপর সাদা কাগজের বুকে বড় বড় অক্ষরে লিখবো একটি শব্দ। শহুরে দেয়ালে দেয়ালে সাঁটিয়ে দিবো— ‘বিশ্বাসঘাতক।’