— তোমার অনুশোচনা হয় না?
~ কেনো?
— বিশ্বাসের বুকে ছুরি মারার!
~ পৃথিবীটা এমনই। যে যেভাবে পারে চলে যায়। এতে অনুশোচনার কিছু নেই!
— পদ্ম
~ হ্যাঁ, কবি
— অথচ তোমার জায়গা আমি থাকলে অনুশোচনায় মরে যেতাম।
~ আমি যাচ্ছি। এমন বকবক শুনতে আসিনি।
— আমার কথা তোমার তেতো লাগবে। তুমি শুধু মনে রেখো একসময় তুমি বুঝবে, যৌবন ক্ষণস্থায়ী!
~ আমি যাচ্ছি।
— এখন আর যাবে কোথায়, চলে তো গিয়েছো সেই কবে কোনো এক চোখেরজলে বর্ষায়!