ওই ফুলটা তোমার খুব প্রিয়ো
মনে আছে কোন ফুলটা?
হয়তো আমার মত ফুলটাকেও ভুলে গেছো,
ফুলের নাম হাস্নাহেনা।
আমি তোমাকে মাঝেমধ্যে দিতাম
তুমি নিশ্বাস ভরে ঘ্রাণ শুকতে
আর বলতে, হাস্নাহেনা তোমার খুব প্রিয়ো
অথচ আমি তোমাকে কখনোই বলতাম না
কোথা থেকে কীভাবে রাতেরবেলা
হাস্নাহেনা সংগ্রহ করতাম!
সেই শৈশবে,
গ্রামের বাড়িতে কবে কার মুখে
একবার শুনেছিলাম
রাতেরবেলা হাস্নাহেনা ফুল ফুটে।
ফুলের সৌরভে সাপ আসে
আমি সেটাই বিশ্বাস করতাম
তবুও বুকপকেটে ভয় নিয়ে
লোকচক্ষুর আড়ালে ঝোপের ভেতর গিয়ে
তোমার জন্য হাস্নাহেনা নিতাম।
জানো, আমি কখনো হাস্নাহেনায়
বিষাক্ত কোনো সাপের দেখা পাইনি
তবে প্রতিনিয়ত তোমার দেখা পেয়েছি!