কতদিন হয় দেখিনা
দেখিনা তোমায়, আচ্ছা—
এবার ঈদে কোন রঙের জামা পরলে?
তোমার প্রিয় সাদা? নাকি নীল?
দেখতে কেমন লাগছিল?
প্রতিবার ঈদে, তোমার হাত ভরতি চুড়ি থাকে
নানান রঙের চুড়ি। রেশমি চুড়ি।
সেই সাথে হাত দুটি মেহেদির রঙে রাঙা।
আচ্ছা— এবার চুড়ি পরেছিলে?
মেহেদি লাগিয়েছিলে?
মেহেদি ভরতি হাত, কত অপূর্ব
এবার কেমন লাগছিল?
নাক ফুল, কানের দুল। সবই থাকে
আচ্ছা— চুল গুলো খোঁপা বেঁধেছিলে?
নাকি এলোমেলো, বাতাসে উড়ছিল?
কপালে টিপ পড়েছিলে? কোন রঙের?
কালো? লাল কিংবা নীল?
ভুলেই গেছি, চোখে কাজল দিয়েছিলে?
সবকিছু মিলিয়ে কেমন লাগছিল তোমায়?
তোমাকে দেখিনা, দেখিনা কতদিন
সেই কবে দেখে ছিলাম
যদি আবার দেখা হয়
যদি আবার দেখা হয়— কোন একদিন
আচমকা কথা হয়ে যায় পথের বাঁকে
তখন যেন দেখি—
মেহেদি রাঙা হাত ভরতি রেশমি চুড়ি!
এতেই হব খুশি, মৃদু হেসে বলে দিব— আজ আমার ঈদ।