বে-লাগাম এক সৈনিক আমি
লড়ছি জীবন যুদ্ধ,
নিজের হাতে নিজেই আহত,
নিজেরই ওপর ক্ষুব্ধ।
মাঝেমাঝে আমি উতলে উঠি,
মাঝেমাঝে আমি চুপষে যাই,
মাঝেমাঝে আমি সাথ খুঁজি আর,
মাঝেমাঝে একা থাকতে চাই।
অনেকসময় যা ভাবি তা বলিনা,
অনেকসময় যা বলি তা ভাবিনা,
তবু সময় পেলে দৃষ্টি বদলাতে থাকি,
কারণ সবারই অবস্থা তো একই না।
নিজেই আমি ভুল করি, আর
নিজেই আবার শুধরে যাই,
নিজের গল্পের নায়ক আমি,
খলনায়কও আমিই তাই।