রাতের আঁধারে নিজেকে খুঁজি,
অগণিত তারকাদের দেখে বিভূত হই,
নিজেকে সূর্য বা চাঁদ ভাবতে ভালো লাগে,
ভুলে যাই যে তারকা-রা অনেক দূরে আছে,
তাই তো তাদের ছোটো দেখায়,
দূর থেকে তাদের আকার, অবস্থান ও অবস্থা জানা যায় না।

সৌরজগতে সীমাবদ্ধ আমি ভুলে যাই,
এ মহাবিশ্ব বিশাল, অন্তহীন ভাবে বিস্তৃত,
সব একে অপরের থেকে দূরে সরে যায়
ক্রমাগত।
চাঁদ  পৃথিবীর চারিদিকে ফের লাগায়,
পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে,
সূর্য ঘোরে আকাশগঙ্গায়,
আর আকাশগঙ্গাও যায় নিজের কক্ষে।

ভাবতেও অবাক লাগে,
এই আকাশগঙ্গা মহাবিশ্বের কাছে এক ক্ষুদ্র কণার ন্যায়,
তার মধ্যে আরো ক্ষুদ্র সৌর জগতের পৃথিবী,
আর তার মধ্যে বসে, আমি
নিজেকে এই মহাবিশ্বের মাঝে খুঁজে বেড়াই।