জীবন আমার অন্য রকম
নাচে আপন ছন্দে,
চাইনা পাশে কাউকে আমি
আমার ভালো মন্দে।
সঙ্গ বিহীন যাত্রা আমার
শূন্য অনুভূতি,
আপন পথের পথিক আমি
চাইনা কারোর প্রীতি।
হারিয়ে যেতে চাই দূর দূরান্তে,
খুঁজে পাবে না কেউ,
মনের গভীরে বয়ে চলে ঝড়,
আর উথাল পাথাল ঢেউ।
বিকৃত এই সভ্য সমাজ, আর
বিকৃত সব নীতি,
কেড়ে নিতে চায় স্বাধীনতা, চায়
সবার মধ্যে ভীতি।
জীবন যেনো আজ ঘন কুয়াশা,
পথের পাইনা দেখা,
জীবনটা-কে সহজ করে
হল না আর শেখা।
চাই যেতে চাই একলা একা,
লোকালয় হতে অনেক দুরে
থাকবেনা যেথা কোনো কোলাহল,
গাইব আমি নিজের সুরে।
মরার আগে জীবনটাকে
স্বাধীন ভাবে বাঁচতে চাই,
সুখে দুঃখে সব আবেগে
নিজের মতোন হাসতে চাই।