মনে হচ্ছে,    আজ একটা কিছু তো হয়েছে
      মাথার মধ্যে পোকাটা যেন বাসা বেঁধেছে।
ঘুম ভেঙে গেছে, তবু ঘোর কাটছে না কিছুতেই
মনে পড়ল কাল রাতে দেরি হয়েছিল ঘুমোতেই।

জানালা দিয়ে ভেতরে আসছে কাঁঠালচাপাঁর গন্ধ,
     হঠাৎ দেখি, দরজাটা কাল করা হয়নি বন্ধ
সর্বনাশ! চোর এসে কি নিয়ে গেল সর্বস্ব?
ভাগ্য ভাল, দেখতে হল না এমন কোনো দৃৃশ্য।

ভাগ্যটা কী সত্যিই ভাল,
খুশি কি হয়েছি আমি?
ঘরের ভেতরে ছিল কি
সত্যিই কিছু দামি?

আলমারি, খাট, চেয়ার-টেবিল
এগুলোই আমার সব?
জানালায় বসে পাখি লালনীল
দেখছি নব নব।

আরও দেখছি মাটির ওপর পড়ে ভাঙা কুলো,
কিংবা ওই দূরের ক্ষেতের সাদা রঙের মুলো।

যেই সম্পদের জন্য হয়েছি কাতর,
ভেবে দেখুন আমি কতটা ইতর।

ওগুলোর চেয়ে নয়কি দামি রঙিন পাখিগুলোই,
কিংবা দূরের ক্ষেতের ওই সাদা রঙের মুুলোই!