জড়িয়ে কুয়াশার চাদর একটি ছেলে
আছে বসে ছাদের অন্ধকার কোনে...
কি ছিল তার ভূল কি ছিল তার দোষ ভেবে চলে নিরন্তর।
আকাশ পানে তাকিয়ে শুধায় তারাদের কাছে
বলতে পারো কি তোমরা আমায়
কেন আমি এই আঁধারে?
তারার দল মুচকি হেসে বলে যায়
বন্ধু ভালোবেসো না কাউকে অন্তর দিয়ে,
দেখোনা মোরা জলছি চাদকে কাছে না পেয়ে....
ছেলেটি আবারও শুধায় তারার কাছে
তবে কি বন্ধু ভালোবাসা অন্যায়.?
তারা রা বলে আবারো হেসে
না বন্ধু ভালোবাসা তো স্বর্গের সুখ...
তবে তা করিলে দান ভূল পাত্রে রবে তুমি আঁধারে চিরকাল......