ঘুমিয়ে থাকো গো বন্ধু
তুমি ফুলের ও বিছানায়
আমি আছি রাত প্রহরী
রাত পাহারায়।
রাত পোহালেই যাবো
আমি দূর অজানায়।
তুমি থাকো তোমার ভুবনে
অনেক খানি ভালো
হয়ে অন্য কারো আলো।
বাসিয়া ভালো তোমায় হলাম
আমি যাত যাযাবর
তাতে কার কি বা আসে যায়?
তুমি যেদিন বুঝবে
ভালোবাসা কারে কয়.
অঝর ধারায় কাঁদবে
পাগল বেশে খুঁজবে শুধু
এই আমায়..।
না চাইতেই ডাকবে
তোমার কাজল কালো ও দুচোখে বান।
তখন তুমি চাইলেও আর পাবে না
এই আমায়,অনেক খানি অভিমান নিয়ে
আমি তখন ঘুমিয়ে
হয়তো মাটির কোলে অথবা
অন্য কোনো ভুবনে।