এই যে মেঘ, শুনছ ?
একদিন তোমার বাড়ি যাবো।
প্রধান ফটকে কড়া নাড়বো।
আর শুধাবো তোমায়, কেমন আছো।
তুমি জবাব দেবে কি ?
নাকি ভুলে যাবে ?
যেভাবে ভুলেছে তোমার বন্ধুরা!
যেভাবে ভুলেছে আমার পরিবার কিংবা প্রিয়জন।
প্রিয় মেঘ,
তুমি জানো কি?
আমি তোমায় কতোটা ভালোবাসি।
কখনো উপলব্ধি করেছো কি?
আকাশের বুক চিরে, বহমান নদীর মতো, চলেই যাচ্ছ।
কখনো কি মায়া বুঝেছ?
কখনো কি আমায় খুঁজেছ?
কখনো কি ভালবেসেছ?