বনলতা তোমাদের যান্ত্রিক শহরে কি শুনতে পাও
বৃষ্টির শব্দ?
অনুভব করতে পারো কি ব্যাঙ এর আনন্দ উৎসব ?
হয়তো পাও, হয়তোবা না।
অথচ আমাদের এমন মেঘলা দিনে বৃষ্টি বিলাসের কথা ছিল আমার পল্লী গায়ে।
কথা ছিল এমন দিনে ব্যাঙ দের উৎসবে নৃত্য করার।
কিছুই হলোনা, সামান্য হাতে হাত রেখে পথ টাই তো চলা হলোনা।
তার আগেই তোমার আমার মাঝে কতো বোঝা পড়া।
তুমি বেছে নিলে ইট পাথরের রং বেরং এর শহর।
আর আমি সেই বরাবর এর মতোই ছাঁচি শাকে ঢাকা, বিলের জলে পদ্ম ভাসা পল্লী গ্রাম।
মাঝে মাঝে মন খারাপ হয় খুব জানো,
তুমি ভাবলে পেয়েছ সব অথচ তুমি কতো কি না জীবন থেকে হারালে।
মাঝ রাতে শেয়ালের হাক, খুব ভোরের শিউলি ,বকুল আর গোলাপ।
যেখানে তোমরা রাতকে শুধু ক্লান্ত শরীর শান্ত করার জন্য ব্যবহার করো, সেখানে আমরা রাত টাকে বড্ড আদরে উপভোগ করি।
তোমার ্না হয় দাওয়াত রইল, সময় পেলে এসো আমার এ পল্লী গায়ে।
হাতে হাত রেখে না হোক পাশা পাশি হাটবো এক বেলা।
তখনই না হয় মিলিয়ে নিও প্রাপ্তি র খাতা, দেখবে শূন্য ছাড়া আর কিছুই না... .