সবাই মুখ ফিরায়ে নিলে পরেও – আছে কিছু অন্ধকার;
আঁধারে বসে আমাদের অপেক্ষায়।
কিছুকাল জীবন; এরপর আরো এক শতাব্দী
দিয়ে গেলাম; এইভাবে রেখে গেলাম।
প্রিয়তমা তুমি বেঁচে থেকো!
আমার সময়ে অন্যের হয়ে কিংবা
অন্যের ছায়ায় আমার অগোচরে,
যতোদিন পারো তুমি বেঁচে থেকো।
যেদিন তুমি ফিরে যাবে সব শেষে
নিজের কাছে নিজে, নিজের গভীরতম প্রকোষ্টে।
যাকে আমি ভালোবেসেছিলাম
নির্মল জীবনের সকল ভালোবাসায় জড়িয়ে।
তুমিও ফিরে পাবে সেদিন
তোমার গহীনে অন্য এক আমাদেরকে ;
সুতরাং; তুমি বাঁচো, যতোদিন পারো!
আমাদের দেখা আর কখনোও হবে না এখানে;
এইভাবে কেটে যাবে দিনরাত
সব অবেলা-অবহেলা
সময়ের ব্যবস্ততায় জীবন ক্ষয়ে গেছে আমাদের
আর তাই আমিও জড়িয়েছি অন্তকালের মায়ায়
অন্তিম পরিণতি শুয়ে আছে আমাদের অপেক্ষায়।