আমার এই বিভ্রম;
শহুরে দালানগুলোর মতোই ধুলোমলিন আর নিষ্প্রাণ
দেয়ালে মুছে যাওয়া রঙচটা যতো সব স্লোগান
যেনো আমার আত্মকথায় জমানো একেকটি খাম।
আমার সব অভিলাষ;
ফেনিল সমুদ্রের মতোই যেনো অন্তহীন, প্রাণে ভরা উচ্ছ্বাস
মানবীয় জীবনের গল্পরা তার কৌতুক
হাস্যকর উপহাস।
আমার অভিব্যক্তিগুলো;
যেনো প্রাচীন মিশরের একেকটা মন্দির
জৌলুস হারিয়েছে সেই কবে, অথচ এখনো
স্থির দেবতাদের মতো সৌম্য-গম্ভীর।