কোনো একদিন আমিও চলে যাবো কিছু না বলে।
অচেনা ভোরের পাখির মতো,
যে এসে চলে যায় শিশিরের ঘুম ভাঙার আগে।
পেছনে পরে থাকে রোদ; সোনালী আকাশ
সারাবেলার অনাগত মানবীয় ব্যস্ততার ডাক।
সারি সারি ফসলের মাঠ পেরিয়ে – অনেক দূরে
যেখানে দেখা যায় আকাশ নেমে গেছে নীচে
অচেনা সেই পাখির দেশ বোধয় সেইখানে;
আমি শুনি অন্য এক জগতের স্বর
ঠিক তোমার মতো শুনতে!
কে চায় ফিরে যেতে নিজের ব্যথিত অন্ধকার হৃদয়ে
যদি না থাকে জীবনের স্বাদ সেখানে!
আমি আর চাইনা তোমায়
কুয়াশার মতো শীতল অবয়ব নিয়ে বসে আছো
চেনা পৃথিবীর মাঠে- আমি নেই যেখানে।
অথচ,
তুমি ছাড়া আমি কেবল শুনতে পাই অচেনা পাখির ডাক
মিশমিশে কালো;
মৃত্যুর মতো আমি অবহেলার করি তারে প্রতিনিয়ত।
চলে যাবো বলে যখন গুটিয়ে নেই নিজেকে বারবার
দেখি, তুমি আমার মৃত্যুর মতোন সুন্দর
তাই ফিরে আসি তোমার কাছে আমি আবার।