বিরহের সাথে অন্তত একশো’টি বছর কাটাতে চাই
কথা বলতে চাই আমার সাথে আমি
হৃদয় পরিপূর্ণ শূণ্যতায় তেতে উঠুক
জ্বলে-পুড়ে হউক ছাই।
তবুও; একাকীত্বের সাথে আরো
একশত বছর বাঁচতে চাই।
প্রয়োজন নেই ছুঁয়ে দেখবার প্রেমিকার লাল গোলাপ
তার চেয়ে বরং আমার বারন্দায় জেগে থাকুক নির্ঘুম রাত ।
জীবন আমায় চিনিয়েছে নদী;
চিনিয়েছে আকাশ; পূর্ণিমা;
জীবন দিয়েছে আমায়
ধূ-বালিয়াড়িতে স্বপ্নে পাওয়া মরিচিকা।
জীবনের সাথে সমান্তরালে চলে যেতে চাই
জীবনের মতো জীবন্ত হয়ে
মিশে যেতে চাই
এই একান্ত আমি;
পেতে চাই আমার অন্তরালে ঠাঁই।