নির্ঘুম রাতের সব আলাপন শুনে পা বাড়াই
জোনাকিদের দেখানো পথে।
আমার সব দেবতারা থেমেছেন যেখানে; তার শৃঙ্গে।
আমি ভুলে যাই আমার অবয়ব; জানি না
আমায় আমি বলবো ঠিক কোথায়; যেখানে হয়ে আছি নির্জীব
ছায়ার মতো মানবীয় শীর্ণ মৃত গাছের শাখা।
নাকি, হৃদপিন্ড জুড়ে অনুভূত হওয়া এক টুকরো ব্যাথা!
জোনাকিরা আমায় দেখিয়েছে নক্ষত্রদের পথ
আলোর মতোন জীবন; ছায়াপথের মৃত্যু গহববর।
প্রতিটি নির্ঘুম রাত আমায় ডাকে;
অনন্ত জীবনের দিকে যেখানে নেই কোনো গন্তব্য আর।
তোমার মতো কেউ নেই সেখানে;
অসীম বিশালতা আমায় ছুঁড়ে দেয় কৃষ্ণগহব্বরের মুখে
আমি পরিণত হই ছায়ায়।
বাকিটুকু জেগে থাকি নির্বাক কল্পনায়।
শুধু তোমার দিকে তাকালে মনে হয়
পৃথিবী জেগে আছে;
আছে সচকিত রাত-দিন
সবুজ ঘাসের চাদরে ব্যঞ্জন মেখে রোদ; এখানে শুয়ে থাকে।
শুধু তোমায় ভালোবাসলে মনে হয়
আমি এক মানুষ; তাকিয়ে আছি জীবনের দিকে।
শুধু তোমায় ভাবলে মনে হয় নির্ঘুম রাত
হাতছানি দিয়ে ডাকে; স্বপ্ন দেবতাদের হাতে হাত রেখে।