আমাদের সকল স্বপ্ন মৃতপ্রায় মূমুর্ষ হয়েও – আবারো জন্মে
নতমুখো দীর্ঘ ঘাসের মতো
শুকনো খড়ের নীচে যার শৈশব কাটে
কেউ দেখে না ; কেউ চেনে না
নিজ স্বপ্নের মতো যেনো আমি ছাড়া আর কেউ জানে না।
কোনো এক বৃষ্টি ভেজা রাতে অংকুরিত হয়
সেসব স্বপ্ন
জলের প্রাচুর্যে বাড়ে অবয়ব; বুকে জমে উত্তাপ
মানুষের মতো স্বপ্নরাও নিতে জানে নিঃশ্বাস।
আমি মানুষ নই তবে
তৃণ লতার মতো দুলছি বাতাসে – স্বপ্ন দেখার লোভে
জীবন ছুটে চলে গেছে আমায় ফেলে
ঘাসের মতোই স্থবির হয়ে আছি
দুলে চলছি কোথাও যাবো বলে।
একদিন সব কিছু পেছনে ফেলে – অংকুর ভেঙে
চারদিকে রক্তের ছাপ ছিটিয়ে
আমিও ভেসে চলবো চির-মুক্তির পথে
ঠিক যেনো শুকনো ঘাস
উড়ে উড়ে চলে যায় বাতাসের গল্প শুনে।