যাচ্ছে দিন যাচ্ছে মাস প্রহর গুনে-গুনে,
এমনি করেই বছর যাবে, তারপর যুগ।
তবুও আমি থাকব বসে তোমার আশায়
আবার পাবো এই আশাতে বেধেআছি বুক।
শুধুই তুমি, আর কিছুনা এটাই শুধু চাওয়া
পাইকি না পাই জানিনা, শুধু ভালবেসে যাওয়া
তোমায় ভেবে কাটবে আমার, দুঃখ বিলাসি সুখ।