যদিও শুকিয়ে যায় ক্ষত থেকেযায় দাগ,
মুছেযায় আঁখিলোর হয়না বেদনা দুর,
অতীত দিনের স্মৃতিশুধু করে হাকডাক।
মানুষ কেন মানুষেরে দেয় শুধু কষ্ট,
ছলনা আর অভিনয়ে জীবন করে নষ্ট,
বুঝেনা সে ভালো-মন্ধ রাগ-অনুরাগ।
ভালবাস মুখে-মুখে অন্তরে থাকেনা,
তাম্রকে ভুলেকরে ভাবি আসল গিনিসোনা।
কিছুদিনপর আসলরুপ হয় আর্বিভাব।
আলেয়াকে আলো ভেবে ছুটি তার পেছনে,
বিনিময়ে আসে শুধু নোনাজল নয়নে,
সবকিছুর শেষে শুধু থাকে অপবাদ।
জীবনের সবকিছু যদি তারে করি দান,
বিনিময়ে পাইশুধু ঘৃণা আর অপমান।
জানি কোন একদিন,ভেঙ্গে ভালবাসার সবচিন্
দংশিবে এ জীবন হয়ে কালনাগ।
মনকে বলিতাই ভালবেসে কাজনাই
এই বিশ্ব জগতে তুই একা একা থাক।
যদিও শুকিয়ে যায় ক্ষত থেকেযায় দাগ।