দ্যাখো, আজ রেখেছি,
মুঠোর মধ্যে প্রতিবেদন।
চিরকুটে লেখা অফুরন্ত ভাষাগুচ্ছ
রোজ বিহ্বল জনতার ভিড় পেরোয়,
অবশেষে খন্ড খন্ড মেঘ হয়ে জমে তোমার আকাশে।

যেখানে পাখিত্বের নেই গরিমা,
প্রজাপতির নেই দেমাক,
ক্ষুধার্ত উদ্ভিদ বোনেনা কাপড় তাঁতকলে,
সেই ভূমধ্যসাগরে তুমি ধরো ছদ্মবেশ!
নাকি এই তোমার বিশ্বরূপ?
হয়তো একদিন বৃষ্টি
তোমার সিঁথির লাল সিঁদুর ভিজিয়ে বলবে-
অনিন্দিতা,
আমি ঝরে পড়বো তোমার কোলে
চলার পথের ফুল হয়ে,
নৈবেদ্যর থালায় নাই বা দিলে ঠাঁই
শুধু বন্ধুতার সাজিখানি দেবো ভরিয়ে।

যদি কলঙ্ক না মাখো গায়
প্রেয়সী চাঁদ হয় কিভাবে?
শুনছো, এখনো রঙীন শব্দের উলবোনা বাকী
তোমার মৌনতার হিমবাহে...