(১)
পাখির পায়ে বাঁধো সুতো
ঘুড়ি করে ওড়াও আকাশে,
আমি ভিজে যাই লাল জলে
ফতোয়ার রঙ আজ ফ্যাকাশে।

(২)
নদী যখন স্রোতের নিয়ম মানে
তুমি খুঁজে নাও নীরবতা,
দুলি যখন মেঠো পথে ফেরে বাড়ি
প্রেমিক খুঁজে পায় পুরুষতা।

(৩)
আজ বর্ষার এক বিশেষ দিন-
দেখলাম একটি পুরুষ পদ্মে
এক বিন্দু নারীজল।

(৪)
১৫ই পা দিয়ে বৃষ্টিভেজা শিশু
একটি পতাকা পেয়ে সব দুঃখ জমা রাখল যৌথ মাতৃক্রোড়ে...

(৫)
আমার সমস্ত সক্রিয়তায় নিশিদিন হামাগুড়ি
তবুও তোমার মৌনতায় নেই ইতি,
যদি প্রশ্নচিহ্ন বদলে যায় ওমে
তবে রোজ দিও না-বলা কথায় সাঁঝবাতি।