ওরা বলে গ্রীবা ধরে বদলে দেওয়া যায়
সবকিছুর গতিপথ,
তবু দুরত্বকে ছুঁতে পারেনা।
তিতাসের জলে ভেসে ওঠে চেনা মুখের সারি,
যাদের হাত ধরে আমি হেঁটে গেছি।
পশ্চিম ছেড়ে পূবে পাড়ি দেয় আমার আলো
আজ এক বিশেষ দিন-
মুক্তির ভেলায় আমি।
ওরা বলে আঁচল দিয়ে ঢাকা যায় সব কিছুই,
সব কিছুই পড়ে মুখ থুবড়ে।
তবু রোজ দেখি প্রতিবিম্ব কোন এক দিগন্তে
প্রেমের দীর্ঘ প্রাচীর ভেদ করে।
পশ্চিম ছেড়ে পূবে পাড়ি দেয় আমার আলো
আজ এক বিশেষ দিন-
মুক্তির ভেলায় আমি।
আমার পাশে দাঁড়িয়ে পথিক
এড়িয়েছে তার দায়
এই একাকীত্বের মিছিলে।
দিবানিশি শুনেছি আস্ফালন
সে নাকি ষড়যন্ত্রের শিকার;
পশ্চিম ছেড়ে পূবে পাড়ি দেয় আমার আলো
আজ এক বিশেষ দিন-
মুক্তির ভেলায় আমি।
(বব ডিলানের "I Shall Be Released" গানটি অবলম্বনে)