দেশলাই ছুড়ে ফেলে দাও, বুকের আগুন দিয়ে জ্বালো সিগারেট।
নিকোটিনের চিতায় শুয়ে প্রিয়া পুড়ে হোক ছাই।
অবশেষ খুঁজে পায় নদীপথ,
ছায়া হয়ে ঘুরে ঘুরে পড়ে খালে।
বিছানামধ্যে পাশবালিশ পায় শিরা ধমনী,
রক্ত মজ্জায় হয়ে ওঠে নারী,
লাল জিহ্বার দংশনে কবিতার শব্দ রক্তললা।
ক্ষুদ্রান্ত্র পেরোয়, বৃহদন্ত্রের পথে দেয় পাড়ি।
অনন্ত আকাশগ্রন্থি জুড়ে বেঁচে থাকুক আসন্ন মৃত্যু,
ত্রিমাত্রিকতার যন্ত্রণা ভুলে হও দ্বিমাত্রিক।
কালো পিচের গন্ধ না, হও শিশির ভেজা লাল মাটি
বুক চিরে হেঁটে যাক আগামী...