বৃষ্টির আঁচ থেকে সরিয়েছো হাত,
তবুও রোজ মেঘ আঁকছো!
আকাশের সাথে বরবউ খেলা।

যদি কখনও উড়ানের পথ হয় ভুল
কাউকে বোলো না যেন
ঠিকানা এসেছো ফেলে সেই
নোনাধরা চার দেওয়ালে এটোকাদার জঞ্জালে;
যেখানে...
মৃত চাঁদ স্বপ্ন হয়ে ভাঙিয়ে দেয় ঘুম
জলাণুর সাথে বালিশের সহবাস
আর অঙ্ক খাতা ভরা ভগ্ন সব সমীকরণ।

এই রোজনামচার মালসার
রোদ্দুরে পুড়ে হলাম ছাই।
দ্যাখো, আড়ালে দাঁড়িয়ে অস্হির হাইড্রোজেন।
রেখে গেলাম একমুঠো রামধনু
আর বেঁধে দিলাম খোলাখাম মায়ামৃগের গলায়;
ঈশ্বরকে অনুসরণের চিঠি দিও...