রোজ রাত্রে কার্ণিশে তার পায়চারী;
কখনো তাকে মনে হয় শোক-কাব্য,
কখনো বা জান্তব উল্লাসের কারিগর।
অবিরত তার মুখে শুনি-
"তারা হয়ে উদিত হও আকাশে"।

সম্ভবত তিনিই ঈশ্বর!

ঐ অসীমের মাঝে যেখানে মানুষ নামের বীজ নেই;
প্রাণের দোসরের সমস্ত কৌশল হয় বৃথা,
সেখানে আমি তো নক্ষত্র হতে চাই না।
নক্ষত্রের মাঝে বেঁচে থাকতে চাই-
প্রতিদ্বন্দ্বী হয়ে...