আয়রে আয় নর-নারী
জোয়ান,বৃদ্ধ, কৃষাণ, কৃষাণী
শহিদ স্মরণে স্মৃতি সৌধে দেই পুষ্পমালা।
শহিদ স্মরণে বাগান জুড়ে ফুঁটেছে হাজার ফুল
সারি সারি রক্ত গোলাপ
চামেলি, শিউলি, বকুল।
আজ স্বাধীনতা দিবস
খুশিতে মন ভরে
লক্ষ শহিদের রক্তমাখা ইতিহাস
বাঙালি বুকে লালন করে।
আজ বাতাসে ভাসে
জয় বাংলা স্লোগান
স্বদেশের সীমানায়
স্বাধীনতার গান।