প্রবল হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি
হাওয়ার ঘূর্ণিপাকে নেমেছে ঝড়
নড়েচড়ে ছনের বেঁড়া আর খঁড়ের কুঁড়েঘর।

অতি যত্নে গড়া আপন বাসা
খঁড়কুটোয় ঠাসা ঠাসা ;
মাচার উপর ভালো থাকার একটু আশা।

অবশেষে,
প্রবল ঝড়ে ভেঙে পড়ে মোর ঘরখানি
জীবন যুদ্ধে বারবার পরাজিত আমি।