হিন্দু-মুসলিম মোরা ভাই ভাই,
এসো সবে মিলে সাম্যের গান গাই।
ভেদাভেদ ভুলে চলো যাই এগিয়ে
কাঁধে কাঁধ মিলিয়ে ___
মোরা বাংলার হিন্দু-মুসলমান
একে অন্যকে করিবো সম্নান।
এক সাথে পথ চলি
একি ভাষায় বলি
একি আলো ছায়ায় বেড়ে ওঠি;
মন্দিরেতে ঘন্টা বাজে,মসজিদে আযানের ধ্বনি
একসাথে গেয়ে ওঠি "আমার সোনার বাংলা" গান
মোরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান।