কতটা অশ্রু গড়িয়ে পড়লে,
আর অশ্রু ঝড়ে না!
কতোটা ভালোবাসলে,
অলিখিত উড়োচিঠি তোমার ঠিকানায়।
কতোটা কষ্ট পেলে;
সময় অসময়ে  অশ্রু জড়ায় দু'চোখ।