উনিশো একাত্তরের ষোলই ডিসেম্বর ;
একটি স্বাধীন বাংলাদেশের জন্ম হয় বিশ্ব ভূখণ্ডে,
একটি স্বাধীন লাল-সবুজ পতাকার জন্ম হয়।
দীর্ঘ নয়টি মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর;
লাখো শহিদের আত্মাত্যাগের বিনিময়
বাংলাদেশ স্বাধীন হয়।
জরাজীর্ণ, ধ্বংসস্তুপে চাপা
যুদ্ধবিধ্বস্ত দেশ;
খাবার নেই, পানি নেই
পোষাক নেই,আশ্রয় নেই
দারিদ্র্যের সঙ্গে যার ছিল বাস;
হাঁটি হাঁটি পা পা করে,
পার করলো বিজয়ের পঞ্চাশ!
আজ জরাজীর্ণতা নেই
আজ খাবারের অভাব নেই
আজ ধ্বংসস্তুপ নেই।
এ এক অন্য দৃশ্য!
এ এক অন্য বাংলাদেশ!
শিল্পীর তুলিতে আঁকা ছবি,
নয়কো তলাবিহীন ঝুড়ি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
বিশ্বের রোল মডেল বাংলাদেশ।
আজ করেনা কেউ উপহাস
পঙ্গু মুক্তিযোদ্ধার উচ্ছ্বাস
তারুণ্যের মুখে হাসি
সাবাস বাংলাদেশ সাবাস।