আমাকে এক সমুদ্র জল দাও
আমি থেকে যাবো তোমার ছায়ায়।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি রয়ে যাবো তোমার সব কল্পে।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি থেকে যাবো তোমার রোদেলা সকালের গল্পে।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি স্রোতে পা ভাসিয়ে লিখে যাবো সব অনুভূতি।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি সব অভিযোগ ফিরিয়ে নেব কল্পনায়।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি সব দুঃখ ভুলিয়ে নেব সমুদ্রের বিশালতায়।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি তোমাকে মহাসাগর উপহার দিতে চাই।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি অশ্রুদের নিজের করে নিব।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি স্রোতের কম্পনে দুঃখগুলোকে ভাসিয়ে দেব।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি জোসনার জলে ভাসতে ভাসতে তোমার সাথে কাটিয়ে দিবো একটি দীর্ঘ পূর্ণিমা রাত।
আমাকে এক সমুদ্র জল দাও
আমি ডুবতে ডুবতে তোমার জন্য রেখে যাবো শিশির ভেজা একটি লাল গোলাপ।