বিষন্নতার গ্লানি বুকে
এসেছি ফিরে তীরে ;
হারিয়েছি সবিই, পাই নি কিছু!
খুঁজতেছি জীবনের মানে।
অশ্রুসজল দু'চোখে
খুঁজিতেছি তারে ;
আলো-আঁধারে-
বিরহী কবিতার ছন্দে।
বিরহী গানের সুরে-
ডাকি তারে হৃদয় গহীনে ;
পড়ন্ত বেলায়,
নিস্তব্ধ নীলিমায়।
বিরহ মিলন সুরে-
স্মৃতিরা ডাকে বারে বারে ;
বসন্তের ফুলগুলো ঝরে পড়ছে
অস্বাভাবিক বিষাদময় বাতাসে।