মোরা দু’জন হেটেঁছিলাম মেটো পথের ধারে,
বেলা শেষে ক্লান্ত হয়ে থামি শান্ত তটের পাড়ে।
মোরা দু’জন বসেছিলাম ছায়া বৃক্ষের ডালে,
ভ্রান্ত পথিক হয়ে নাচি ফড়িং নৃত্যের তালে।
মোরা দু’জন হেসেছিলাম সূর্যস্নানের টানে,
মুষলধারে বৃষ্টি হয়ে ঝরে পড়ি তনু মনে।
মোরা দু’জন উড়েছিলাম জোনাক পোকার দলে,
হারাই ভবে পূর্ণিমাতে জোৎস্না আলোর মিথ্যা ছলে।
মোরা দু’জন জেগেছিলাম ঝিঁ ঝিঁ ডাকা রাতে,
প্রভাত হতেই নীলের মেলায় স্বপ্ন বুনে তাতেঁ।
মোরা দু’জন ভেসেছিলাম অথৈই জলের বানে,
অবশেষে সারেং আমি ভীড়েছি হিজলের বনে।