আমি হারিয়ে যাবো,
একটি অমানিশায় মোমবাতি প্রজ্বলিত সন্ধ্যায়
শীতে টিনের চালায় টুপটুপ শিশির পড়ার রাতে
নতুবা পূর্ণিমায় জ্যোৎস্না আলোয় গ্রামের মেঠো পথে।

আমি হারিয়ে যাবো,
তেপান্তের মাঠে দিগন্ত ছোয়াঁ সবুজ ঘাসে ভীড়ে
ভর দুপুরে চৌচির ফাটল ধরা ধুসর মাঠের বুকে
নতুবা ভেসে আসা রাখালী বাশিঁর সুরের টানে।

আমি হারিয়ে যাবো,
স্কুলের হাপছাড়া টুনটুন ছুটির ঘন্টার বিগল সুরে
গ্রীষ্মের দুপুরে পুকুরে সাতাঁরু দুষ্ট বালকের দলে
নতুবা বর্ষায় বানের জলে মাছ ধরা জেলের ভীড়ে।

আমি হারিয়ে যাবো,
বটের তলায় ছায়া সুনিবিড় মনোরম গ্রামে
বন্ধুদের ছন্নছাড়া রাত জাগা আড্ডার তালে
নতুবা অষ্টপ্রহরে ভেসে আসা শুভ্র মেঘমালায়।