স্বপ্নের ফেরিওয়ালা নিয়ে বসেছে স্বপ্নের পসরা,
চারিপাশে রকমারি স্বপ্নের আনাগোনা।
আচ্ছা স্বপ্ন কি বিনিময়যোগ্য?
বলতে পারেন বাজারদর কত?
ঐ তো পুসকে ছেলেটির নতুন খেলনার স্বপ্ন,
আবার খোকীটির না হয় নতুন জামার স্বপ্ন।
আছে শিশুটির নতুন স্কুলে যাবার স্বপ্ন,
অথবা তরুনীর অনাগত দিনের স্বপ্ন।
আছে ভালবেসে ঘর বাধাঁর স্বপ্ন,
নতুবা ঘর বেধেঁ ভালবাসার স্বপ্ন!
তরুনটির ভালো ডিগ্রী নেবার স্বপ্ন,
বেকার যুবকটির আবার চাকুরীর স্বপ্ন।
ভাঙা হৃদয়টি নতুন করে জুড়েঁ নেবার স্বপ্ন,
দুঃখের মাঝে সুখটা খুজেঁ বেড়ানোর স্বপ্ন।
হারিয়ে যাওয়া সময়টুকু ফিরে পাবার স্বপ্ন,
বা না পাওয়ার বেদনা নিয়ে হারিয়ে যাবার স্বপ্ন।
ঘুমকাতর সকালে সোনালী একটি প্রভাতের স্বপ্ন,
অতৃপ্ত হৃদয়ে আছে জীর্নতা ফেলে এগিয়ে যাবার স্বপ্ন।
অথবা এগিয়ে গিয়ে লক্ষ্য ছুয়েঁ দেবার স্বপ্ন,
স্বপ্ন নিবেন স্বপ্ন, বোকা বক্সে বন্ধী স্বপ্ন!