জেগেছে ধরনী আজ রঙে রঙে,
রমনীরা সেজেঁছে বেশ ঢঙে ঢঙে।
বাসন্তী রঙের শাড়ীতে কানে আছে দুল,
খোপাঁয় বেধেঁছে তবে হলুদ বরণ ফুল।
এ যে ফাগুন এসেছে আজ ধরায়,
আনন্দের বন্যা বয় পাড়ায় পাড়ায়।
আগুন লেগেছে র্মত্যের বুকে,
উল্লাসে মেতেছে সবি সৃষ্টি সুখে।
কেটে গেছে শীতের শীর্ণতা,
বাহুতে বল, মনে নেই জীর্ণতা।
বৃক্ষ সেঁজেছে নতুন কুঁড়ি-পাতায়,
শুরু হউক জীবন নব নব খাতায়।
কৃষ্ণচুড়ার ডালে ডালে রক্তিম আভা,
কোকিলের ডাকে আছে সুদিনের প্রভা।
দখিণা বাতাসে আজ মিতালী সুর,
বসন্তের টানে হারাই চলো অচিনপুর।