ডাক নি তবুও এলাম, বলতে এলাম___
তোমার জন্য গাথাঁ বেলী ফুলের মালাটা
এখনও অাছে সেথায় যদিও বেশ শুকিয়ে গেছে,
উঠোনের কোনায় হাসনাহেনা গাছটি অাজও
ঠাইঁ দাড়িঁয়ে অাছে কালের সাক্ষী হয়ে।
ঘরের কর্নিশে বাসা বাধাঁ চড়ুই জুটি অাজো অাছে,
তোমার দেওয়া ডায়েরীটা রেখেছি সংগোপনে
সাথে ময়ুরের পালকটিও অাছে যতনে,
তোমার সাথে কথা বলা মুঠোফোনের
সিমটি আজও চালু রেখেছি অপেক্ষায় অপেক্ষায়,
অার ঐ যে নকশা করা রুমালটি অাছে রাখা
কাপড়ের ভাঁজে, ছুলেঁ পাই তোমার স্পর্শ।
মানিব্যাগে তোমার ছবিটা এখনো অাছে তুমি জানো কি তা?
তোমাকে নিয়ে কবিতা লিখি অাজো তবে
তোমার দেওয়া কলম দিয়ে নয়-যদি ফুরিয়ে যায় নিমিষেই!
হ্যাঁ, অামার সবি অাছে শুধু তুমি অার সেই তুুমি নেই...