কতদিন লিখি না!
অথচ এই হাত দিয়ে কত লিখেছি।
বাড়ির পাশের ডোবায় ছিল কালির ট্যাংক!
ছোটবেলায় কচুরিপানার ফুলকে পানিতে মিশিয়ে মিছে কালি বানাতাম।
অাজ অনেকটা বছর হয়ে গেলো!
তারপর একদিন ভুলটা ভাঙ্গলো।
বড় হয়ে অামার অাবার শুরু হলো লিখা,
এবার অার কোন যেমন তেমন কালি নয়।
স্বয়ং ক্রন্দসীই হয়ে গেলে লিখার কালি!
তাকে উপজীব্য করে চলে অামার লিখা।
এভাবে চললো অনেকটা সময়!
তারপর হঠাৎ একদিন সেই কালিও শেষ হয়ে গেলো!
অামার লিখা অাবারও থেমে গেলো।
হন্য হয়ে খুজঁতে লাগলাম নতুন কালি।
সেই কালির খুজেঁ কত জায়গায় ঘুরেছি!
কিন্তু অামার কালি হতে কেউ রাজি হলো না।
তাহলে কি থেমে যাবে অামার কালের যাত্রা?
অাচ্ছা তুমি কি অামার সেই কালি হবে?