সেদিন সাঝের বেলায়
তুমি আমি আমরা সবাই মিলে
একটা সম্পর্কের নিশ্চয়তা চেয়েছিলাম।  
চেয়েছিলাম আপেক্ষিকতার সকল সূত্র মেনে
কাছে আসর নিশ্চয়তা।  

অতঃপর
তোমরা সকলে পাখি হতে চাইলে
সমস্বরে বললে সব পাখিরাই নীড়ে ফেরে।
চাইলে- স্বাধীন ভাবে আকাশে ওড়ার নিশ্চয়তা।

আকাশে একঝাঁক পাখি ডানা মেলে উড়ছে,
আমিও আকাশে উড়তে চাই
চাই শুধু ডানা মেলবার স্বাধীনতা।

এবার- সমস্বরে বললে সকলে,
সব পাখিরা ওড়ে না।