তুমি কি খুব কষ্টে আছো-
এখানে পাখিরা তোমার কথা বলে
ওদের সাথে জানাশোনা আছে?
জানো...
এখানে অন্ধকার ফুরিয়ে যায়
আলোর তামাশায় দিন কাটে হায়!
এইতো সেদিন দাঁড়িয়ে ছিলাম পৃথিবীর এই বাজারে
কষ্টের চারাগাছ হাতে
কেউ'ই নেয় নি ফিরে গেছে একে একে
রেখে দিলাম নিজের কাছে।
যে পাখিদের নীড়ে ফেরার কথা ছিল
তারাও ভেসে গেছে সে রাতের ঝড় জলে দমকা হাওয়ায়।
এখন চারদিকে এত শূন্যতা
আর নীল শান্ত রাত
কেবল হাত ছানি দেয় নগ্ন দুটি হাত।