তোমার চোখের গহীনে এক চিলতে নীল অরণ্য,
সেখানে বসন্তের চাঁদ নামে অলস বিকেলে,
তোমার কণ্ঠের প্রতিধ্বনি ঢেউ হয়ে ভেসে আসে
আমার ভাবনার একান্ত একাকী গহ্বরে।

তুমি শিরীষ ফুলের মতো নীরব,
তবুও তোমার অস্তিত্বে কানায় কানায় প্রেমের রঙ,
তুমি গোধূলির স্বর্ণালি মেঘ—
আলো আর অন্ধকারের মাঝে এক দগদগে সম্ভাবনা।

তুমি আমার নরম কুয়াশার ভোর,
তপ্ত দুপুরে বকুলের ঝরা সুবাস,
বৈশাখের খররোদে কদমের ছায়া—
তোমার ছোঁয়ায় সব ঋতু হয়ে ওঠে বরণীয়।

তুমি কি জানো?
তোমাকে দেখে প্রতিবার মনে হয়
প্রাচীন কোনো কবিতার ছায়ায় দাঁড়িয়ে আছি,
যার ভাষা ভুলে গেছি,
তবু তোমার দিকে তাকালেই প্রতিটি শব্দ ফিরে আসে।

তুমি এক অদৃশ্য নক্ষত্র—
তবু তোমার কাছে হারিয়ে যেতে ভালো লাগে।
তুমি আমার নীরব আত্মীয়া,
আমার কবিতা।।