যদি উড়তে পারতাম
শঙ্খচিল হয়ে!
নীল আকাশের অনন্ত প্রান্তরে,
যেখানে মেঘেরা সাদা পালতুলি মেলে।
যেখানে ফেরার তাড়া নেই-
তোমার অপেক্ষায় থেকে, থেকে-
রাত, দিন, মাস, বছর, জীবন।
ফাল্গুনের হাওয়ায় ভেসে আসা কৃষ্ণচূড়ার রঙে রাঙা স্মৃতির ভিড়ে
তোমার যদি শঙ্খচিল হতে ইচ্ছে জাগে,
এসো। এক রূপালি ভোরে—
একসাথে উড়ি, আলো-হাওয়ায়।