সখী, আর কতোকাল
ব্যথার প্রদীপ জ্বালি—
অশ্রুজলে ভাসিব একা নিশীথ নিঃসঙ্গতায়!

পারিনি, পারি না আর—
হৃদয়-বিধুর ভার,
নীরবে পুড়িতে থাকি এই নিঠুর নিয়তায়!