কত কথা থেমে থাকে মুখের আগল ভেঙে,
কত চাহনি হারায় ধুলোয়— অবহেলায় রেঙে।
প্রতি পলে হৃদয় জুড়ে দোলা দেয় আকুলতা,
কে বুঝবে সে-সব কথা— নিঃশব্দের ব্যাকুলতা!
প্রেয়সীর পানে হাত বাড়াই শূন্যতার ঘেরাটোপে,
না-বলা কথার ভারে মন ডুবে যায় নিঃসঙ্গ প্রতিস্বপ্নে।
জেনেছে কি কেউ, বুঝেছে কি সেই অগোচর ব্যথা?
যেখানে প্রেমও থমকে যায়— শব্দহীন ব্যাকুলতা!